ফোন

ব্যুরো নিউজ, ০১ জানুয়ারি: থানায় ফোন করে পরিস্থিতি জানতে চান ডিজিপি

কোন ঘটনা ঘটলে পরিস্থিতির সঠিক তথ্য জানতে রাজ্য পুলিশের ডাইরেক্টর জেনারেলের অফিস থেকে সরাসরি ফোন আসতে পারে। এ জন্যই রাজ্যের প্রতিটি জেলার ওসি, আইসি, ও ওসি(কন্ট্রোল)- কে আরও সক্রিয় হতে হবে বলে পুলিশ সূত্রে খবর। নতুন ডিজি হিসেবে রাজ্যে অস্থায়ীভাবে দায়িত্ব নিয়েছেন রাজীব কুমার।

মমতার সাগরসূচিতে বদল

ইতিমধ্যেই থানাগুলিকে ও জেলা পুলিশও কমিশনারেটগুলি কন্ট্রোল রুমগুলিকে অতিরিক্ত দায়িত্ব নিতে বলা হয়েছে। বিষয়টি পুলিশের অন্যান্য শীর্ষ কর্তাদেরও জানানো হয়েছে। পরিস্থিতি যদি তেমন জটিল হয় বা বড় কোন ঘটনা ঘটে সেই ক্ষেত্রে ডিজিপি থানাগুলিতে ফোন করতে পারেন। রাজ্যে আসন্ন লোকসভা ভোটের আগেই পুলিশকে সতর্ক করা হয়েছে।

জেলায় কোন বড় ঘটনা ঘটলে সি আই ডি কেও সমস্ত তথ্য জানায় থানাগুলি। জেলায় নিযুক্ত রাজ্যের গোয়েন্দা বিভাগের অফিসারেরাও কলকাতায় সি আই ডির সদর দফতরে সমস্ত তথ্য জানায়। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর