বর্ষবরণে

ব্যুরো নিউজ, ১ জানুয়ারি: বর্ষবরণের রাতে বিপত্তি! পুড়ে ছাই ৫০টিরও বেশি ঘর

বর্ষবরণের রাতেই পুড়ে  ছাই রোহিঙ্গা শিবির। ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায়। আগুন লাগল রোহিঙ্গা শিবিরে। ৩১ ডিসেম্বরের রাত আড়াইটে নাগাদ রোহিঙ্গা শিবিরে আগুন লেগে যায়। নিমেষেই পুড়ে যায় একের পর এক বাড়ি। পুড়ে গিয়েছে কমপক্ষে ৫০টি অস্থায়ী ঘর ও ছাউনি। তবে এখনও অবধি হতাহতের কোনও খবর নেই।

‘গ্রাম চলো’ অভিযানের রিপোর্টে সন্তুষ্ট বিজেপি

উখিয়ার দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার গভীর রাতে আগুন লাগে শরনার্থী শিবিরে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমলের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কী করে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

তবে, বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের মার্চ মাসেও এটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পুড়ে যায় ২২০০-রও বেশি ঘর। তার আগে, ২০২১ সালে পরপর তিনটি রোহিঙ্গা শিবিরে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়ে যায় ১০ হাজারেরও বেশি ঘর। ফের বর্ষশেষে রোহিঙ্গা ক্যাম্পে আগুন। এই ঘটনায় নাশকতামূলক কোনও যোগসুত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর