ব্যুরো নিউজ, ৩১ ডিসেম্বর: জমজমাট জয়চন্ডী পাহাড়
বছরের শেষ দিন পাশাপাশি শেষ রবিবারও বটে। আর বর্ষশেষের উন্মাদনা চার দিকে। প্রতিটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড়ও তুঙ্গে। সে রকমই পুরুলিয়ার অন্যতম ঐতিহাসিক জয়চন্ডী পাহাড়, সেখানেই আজ পর্যটকদের ঢল নেমেছে।
সন্ত্রাসী কার্যকলাপ! তেহরিক-ই-হুরিয়াত সংগঠনকে ‘বেআইনি’ ঘোষণা কেন্দ্রের
সকাল থেকেই ভিড় করছে পর্যটকরা। হীরক রাজার দেশে এই জয়চন্ডী পাহাড়ে রবিবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের লোকেদের সমাগম। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন্ন রাজ্য থেকেও ছুটে আসছেন পর্যটকেরা। সকাল থেকে পাহাড়ের আনাচে-কানাচে আরম্ভ হয়েছে পিকনিক। এইবার পর্যটকদের উপরি পাওনা, জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব। সবমিলিয়ে বছরের শেষ রবিবার জমজমাট হয়ে উঠেছে জয়চন্ডী পাহাড় পর্যটন কেন্দ্র।
কেউ কেউ পরিবারের সঙ্গে ভিড় জমিয়েছেন, কেউ বা আবার বন্ধুদের সঙ্গে। এমনকি কচিকাঁচাদের ভিড়ও নেহাত কম নয়। ইভিএম নিউজ