ব্যুরো নিউজ, ৩১ ডিসেম্বর: বর্ষশেষের ‘মন কি বাত’ | রাম মন্দির নিয়ে কি বার্তা?
রাম মন্দিরের উদ্বোধনের দিন দিওয়ালি পালনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। মন কি বাতের ১০৮ তম এপিসোডে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতি মাসের শেষ রবিবারের মতো ডিসেম্বরের শেষ রবিবারেও দেশের বিভিন্ন বিষয় উঠে এসেছে মোদীর 'মন কি বাত' অনুষ্ঠানে। অযোধ্যার উন্নতিতে আপ্লুত মসজিদ পক্ষের মামলাকারী | মোদীর ওপর করলেন পুষ্পবৃষ্টি মোদীর 'মন কি বাত' অনুষ্ঠানে শরীর চর্চার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়েও জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালেও ‘স্টে হেলদি স্টে ফিট’-এর মনোভাব বজায় রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বছরের শেষ দিনে আত্মনির্ভরতার প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রীর কথায়। নতুন বছরে এই মনোভাব বজায় রাখারই বার্তা দিয়েছেন মোদী।
আত্মনির্ভরতার প্রসঙ্গেই ‘ভোকাল ফর লোকাল’-এর কথা শোনা গেল মোদীর বক্তব্যে। দিওয়ালিতে দেশে রেকর্ড অঙ্কের ব্যবসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সিনেমা বলে কৃত্রিম বুদ্ধির প্রয়োগের বিষয়ে আশাবাদী প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেছেন, “এমন দিন আর বেশি নেই, যখন কোনও এক ভাষায় বক্তৃতা দেওয়া হবে। বিভিন্ন ভাষাভাষীর মানুষ তাঁদের নিজ নিজ ভাষায় সেই বক্তৃতা শুনতে পারবেন। সিনেমা হলেও এই সুবিধা পাওয়া যাবে।”
মাতৃভাষায় শিক্ষার প্রসঙ্গও এ দিন উঠে এসেছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে। মাতৃভাষায় শিক্ষার ওপর গুরুত্ব তুলে ধরেছেন তিনি।
বছরের শেষ মন কি বাতের অনুষ্ঠানে অযোধ্যায় রামমন্দিরের প্রসঙ্গও তুলেছেন মোদী। রাম মন্দির ঘিরে সারা দেশে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা জানিয়েছেন মোদী। এর পাশাপাশি আজ ফের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন দিন সারা দেশে দিওয়ালি পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। ইভিএম নিউজ