ব্যুরো নিউজ, ২৬ ডিসেম্বর: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১
গোপন খবরের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র সহ ১ যুবককে গ্রেপ্তার করলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম দীপক রায়। তাঁর বয়স ২১ বছর। তাঁর বাবার নাম দিলীপ রায়। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত ১৬ নং ওয়ার্ডের গলাকাটা কলোনিতে।
নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজের বুকে গুলি | মৃত কনস্টেবল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবক দীপক দীর্ঘদিন ধরে ওই এলাকাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকাবাসীদের ভয় দেখাতো ও হুমকি দিতো। এরপর সোমবার দুপুরে গঙ্গারামপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায় ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকবাসীদের ভয় দেখাচ্ছে। এরপর পুলিশ ওই যুবকের বাড়িতে গিয়ে তাকে আটক করে।
প্রথমে সে সমস্ত কিছু অস্বীকার করলেও পরে পুলিশী জেরায় ও জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে তার কাছে আগ্নেয়াস্ত্রটি রয়েছে। এরপরই গঙ্গারামপুর থানার পুলিশ ধৃত যুবকের বাড়ির পাশে পুকুরের পাড় থেকে গুলিবিহীন ওয়ান শাটার আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। এরপর ধৃত যুবককে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে নির্দিষ্ট ধারায় মামলা দিয়ে মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ইভিএম নিউজ