বিজেপির

ব্যুরো নিউজ, ২৩ ডিসেম্বর: বিজেপির পাল্টা কংগ্রেসের সংবিধান পাঠ 

বিজেপির রাম মন্দির উদ্বোধন ও ধর্মীয় মেরুকরণের প্রতিবাদে এবার সংবিধান পাঠের আয়োজন করলো প্রদেশ কংগ্রেসের দক্ষিণ কলকাতার জেলা কমিটি। ২৪ ডিসেম্বর রবিবার ব্রিগেডে যখন লক্ষ কণ্ঠে গীতাপাঠ চলবে সেই সময় বিড়লা তারামণ্ডলের সামনে দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের উদ্যোগে আয়োজিত হবে সংবিধান পাঠের কর্মসূচী। সেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মূর্তির পাদদেশে কংগ্রেসের সকল সাংসদ ও নেতা কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

ব্রিটেনে আরও বাড়ল অর্থনৈতিক ঘাটতি

প্রসাদ জানান, ধর্মের জিগির তুলে মেরুকরন করতে চাইছে বিজেপি। কণ্ঠরোধ করতে চাইছে বিরোধীদের। সংসদে বিরোধী ১৪৫ জন সাংসদকে সাসপেন্ড করে এক তরফা ভাবে একের পর এক বিল পাশ করিয়েছেন। ফলে বিপন্ন ভারতের সংবিধান। আর সেই জন্যই কংগ্রেস ঐ সংবিধান পাঠের আয়োজন করেছে। সংবিধানের প্রস্তাবনা থেকে সমস্ত অনুচ্ছেদগুলি সেখানে পাঠ করা হবে বলে প্রদীপ প্রসাদ জানান। বেলা সাড়ে ১১ টার থেকে ২ টো পর্যন্ত বিশিষ্ট ব্যাক্তি ও আইনজীবীরাও থাকবে বলে জানা গিয়েছে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর