ব্যুরো নিউজ, ১৫ ডিসেম্বর: শ্রেয়সই এবার নাইটদের ক্যাপ্টেন
শ্রেয়স আইয়ারই এইবার আসন্ন আই পি এল এর কলকাতা নাইট রাইদারসের ক্যাপ্টেন হচ্ছেন। বৃহস্পতিবার নাইট কর্ম কর্তারা অধিনায়ক হিসাবে শ্রেয়সের নাম ঘোষণা করে দেন। গতবছর শ্রেয়স আইয়ার ছিলেন না। ফলে অধিনায়কত্ব করেছিলেন নিতিশ রানা। এবার নিতিশ নাইটদের সহ অধিনায়ক, আর অধিনায়ক হচ্ছেন আইয়ার।
আয়োজিত ৩০০ বছর প্রাচীন গণেশজননী পুজো
শ্রেয়স বলেন, শেষবার নাইট পরিবারকে তিনি মিস করেছিলেন। নিতিশ অবশ্য তাঁর কাজটা ঠিক ঠাকই করেছে। কে কে আর মেন্তর গৌতম গম্ভীর উভয়কেই শুভেচ্ছা জানিয়েছেন।
গম্ভীর জানিয়েছেন, গতবার চোট আঘাতের কারনে শ্রেয়স টিমে ছিল না। তবে এইবার টিমে থাকছেন রিঙ্কু সিং। তাঁর দিকে সকলের চোখ রয়েছে। তবে টিম সামগ্রিকভাবে খেললে এইবারও আই পি এল এ কে কে আর ভালো ফল করবে বলেই আশা প্রকাশ করেছেন গৌতম গম্ভীর ও কে কে আর এর সি ই ও বেঙ্কি মাইসোর। ইভিএম নিউজ