বছর

ব্যুরো নিউজ, ১৫ ডিসেম্বর: আয়োজিত ৩০০ বছর প্রাচীন গণেশজননী পুজো

 

আজও ময়রাদের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে চলেছে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাতিপাড়া মোদক সমাজের পরিচালনায় আয়োজিত গণেশজননী পুজো। আনুমানিক ৩০০ বছর প্রাচীন এই পুজো। একসময় এই পুজোকে কেন্দ্র করে মিলন মেলার রূপ নিতো তাতিপাড়া হাটতলা। তবে আজ তা অতীত। মোদকসমাজ সূত্রে জানা গিয়েছে, একসময় এই তাতিপাড়া হাটতলার হাটে প্রচুর গুড় আসতো। এই গুড় আনা হতো জেলার বিভিন্ন প্রান্ত থেকে ও বিহার ও ঝাড়খন্ড থেকে। সেই গুড়ের কিছুটা অংশ তোলা হিসেবে নেওয়া হতো ব্যবসায়ীদের কাছে থেকে। সেই সঞ্চিত গুড় বিক্রি করে ও কয়েক বিঘা জমির ধান বিক্রি করে গণেশজননী পুজোর সূচনা হয়।

এবার জি আই ট্যাগ পেতে চলেছে বারুইপুরের পেয়ারা

প্রয়াত কেদার রুজ এই পুজোর সূচনা করেন বলে জনশ্রুতি আছে। এই পুজোর বিশেষত্ব হচ্ছে, গনেশজননী পুজোর দিন প্রতিটি ময়রা পরিবারের খাবারের মেনুতে পুটি মাছ, বরবটি, ও কলাই রাখতে হয়। বর্তমানে এই গণেশজননী পুজোয় আগের মত আরম্বর না থাকলেও ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পূজিত হন ময়রাদের কুলো দেবী গণেশজননী। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর