রাজনগরে

ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর: রাজনগরে চুরি যাওয়া বাইক উদ্ধার

রাজনগরে উদ্ধার হলো চুরি যাওয়া বাইক। গত ৬ মাস আগে ময়ুরেশ্বর থানার কোটাসুর গ্রামে এক ব্যক্তির একটি মোটর বাইক চুরি হয়ে যায়। ওই ব্যক্তি জানিয়েছেন, একটি জায়গার বাইরে বাইকটিকে রেখে তিনি টিউশনি পড়াচ্ছিলেন। এরপর বাইরে এসে দেখেন তার বাইকটি সেখানে নেই।

স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত ৩, আহত কমপক্ষে ২৭

অনেক খোঁজাখুঁজির পরও বাইকটি না পাওয়ায় ময়ূরেশ্বর থানায় তিনি একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে। প্রায় ৬ মাস পরে, রাজনগর থানার পুলিশের তৎপরতায় রাজনগর থানার অন্তর্গত আলীগড় থেকে ওই বাইকটি উদ্ধার হয়।

 

এক ব্যক্তিকে সেই বাইকটি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে সেখান থেকে বাইকটি নিয়ে তড়িঘড়ি পালাবার চেষ্টা করে। সেই সময় পুলিশের সন্দেহ হলে পুলিশ তার পিছন ধাওয়া করে। কিন্তু ওই ব্যক্তি বাইকটি সেখানে ফেলে পালিয়ে যায়।

এরপর পুলিশ বাইকটি সেখান থেকে উদ্ধার করে রাজনগর থানায় নিয়ে আসে। এরপর সন্ধান চালিয়ে মোবাইল মারফত বাইক মালিককে খবর দেয় রাজনগর থানার পুলিশ। বুধবার রাজনগর থানার পক্ষ থেকে ওই বাইকটি ফিরিয়ে দেওয়া হয় বাইক মালিককে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর