ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর: পিজির উডবার্নে মদন
সোমবার রাতে আচমকাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন কামারহাটির বিধায়ক মদন মিত্র। রাত পৌনে ন’টা নাগাদ তাঁকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়। তিনি এই ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন। এসএসকেএম- এর চিকিৎসক অতনু পালের তক্তাবধানে রয়েছেন তিনি। প্রাথমিকভাবে চিকিৎসকেরা অনুমান করেছেন যে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। বুকে ঠাণ্ডা বসে গিয়েছে তাঁর। তাঁর বেশ কয়েকটি শারীরিক পরিক্ষা করা হয় বলেও জানিয়েছেন এসএসকেএম-এর চিকিৎসকেরা। আপাতত তাঁকে বেশ কিছুদিন হাসপাতালে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা। তবে এই মুহূর্তে বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।
বিপদ বাড়ছে ‘কাকু’ র
সূত্রের খবর, সোমবার আচমকাই সন্ধ্যেবেলা অসুস্থ হয়ে পড়েন কামারহাটির বিধায়ক। বিধানসভার অধিবেশন থেকেই তিনি অসুস্থ বোধ করেন বলে জানা গিয়েছে। এর পড়ে বাড়িতে আসার পর তাঁর অসুস্থতা আরও বেড়ে যায়। এর পাশাপাশি শুরু হয় শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা। তাঁর বুকে ব্যাথা হওয়ার কথা জানতে পেরে তাঁর পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। সেইখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে সত্বর ভর্তি হতে বলেন। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। পাশাপাশি শ্বাসকষ্ট থাকার ফলে তাঁকে নিবুলাইজেশন করা হচ্ছে।
মঙ্গলবার বাকি পরীক্ষা নিরীক্ষা করার পরে তাঁর সঠিক চিকিৎসার পথে নামবেন চিকিৎসকেরা। এর আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরে চিকিৎসার অজুহাতে কয়েক মাস ঠাই পেয়েছিলেন পি জির উডবার্ন ওয়ার্ডে। সেখানে ভি আই পি ট্রিটমেন্টের পাশাপাশি তিনি বেশ স্বাধীনতা ভোগ করেছেন। তাঁর লোকজনদের আনাগনা সেখানে লেগেই থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অনুষ্ঠানে গেলেও উডবার্ন ওয়ার্ডের ধারে কাছেও যাননি। ইভিএম নিউজ