ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর: কিছুতেই বন্ধ হচ্ছে না মণিপুরের হিংসার আবহ | ফের মণিপুরে গোলাগুলিতে মৃত্যু
কিছুতেই বন্ধ হচ্ছে না মণিপুরের হিংসার আবহ। সোমবার বিকেলে মণিপুরের টেংনুপাল জেলায় নতুন করে মৃত্যু হয়েছে ১৩ জনের।
প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান | মৃত ২ পাইলট
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন টেংনোপাল জেলার সাইবোলের কাছে লেইথু গ্রামে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। চলে ব্যাপক গুলির লড়াই । আর তার জেরেই মৃত্যু হয়েছে ১৩ জনের।
ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ছিল নিরাপত্তা বাহিনী। খবর মিলতেই সেখান থেকে ঘটনাস্থলে পৌঁছলে দেখা যায় রক্তাক্ত দেহ। লেইথু গ্রামে ঢুকে বাহিনির সদস্যরা ১৩টি দেহ উদ্ধার করে। তবে, তাদের পাশে কোনও অস্ত্রশস্ত্র পড়ে ছিল না বলে জানা যায়।
নিরাপত্তা কর্তারা আরও জানিয়েছেন, মৃত ব্যক্তিরা লেইথু গ্রাম বা আশপাশের এলাকার নয়। তারা সম্ভবত, অন্য জায়গা থেকে সেখানে এসেছিল এবং অপর এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তাদের গুলির লড়াইয়ে প্রাণ হারায় তারা। ইভিএম নিউজ