ব্যুরো নিউজ, ৩ ডিসেম্বর: খড়গপুর আইআইটিতে খুশির ঝড়! ১২ জনের কোটি টাকার চাকরি
গত বছরেও প্রায় ১২ জনের বেশি পড়ুয়া পেয়েছিলেন ১ কোটি টাকারও বেশি টাকার চাকরির সুযোগ। আর এবারও তার অন্যথা হল না। এবারেও চোখে পড়ল আগের বছরের সেই একই ছবি। ফের জয়জয়কার খড়্গপুর আইআইটির।
শুক্রবার থেকে খড়গপুর আইআইটির নালন্দা কমপ্লেক্সে শুরু হয়েছে প্লেসমেন্ট ড্রাইভ। ২০২৩ সালের প্লেসমেন্ট সেশনের প্রি প্লেসমেন্ট অফার কর্মসূচি চলছে কয়েকদিন ধরে। সেখানেই এই বিশাল সাফল্য।
রাতে ‘পুলিশি হেনস্থা’ | তবুও অবস্থানে অনড়
প্রথমদিনেই বার্ষিক ১ কোটি ৭০ লক্ষ টাকা বেতনের চাকরি পেয়েছেন দুই পড়ুয়া। একসঙ্গে ৬ জন পড়ুয়া পেলেন বার্ষিক ১ কোটির চাকরির প্যাকেজ। তাতেই হৈচৈ খড়গপুর আইআইটি-তে। জানা যাচ্ছে, শুধু কোটি টাকার প্যাকেজই নয়, ১৯ জন পেয়েছেন আন্তর্জাতিক স্তরে চাকরির অফার। ইতিমধ্যেই ১২১ টি প্রোফাইলে ৭৭১ জন পড়ুয়া অফার পেয়েছেন।
এবারের প্লেসমেন্ট ড্রাইভে এখনও পর্যন্ত অংশ নিতে দেখা গিয়েছে ৬১ সংস্থাকে। তার মধ্যে, সফটওয়্যার, অ্যানালিটিক্স, ফিনান্স ব্যাঙ্কিং, কনসাল্টিং এবং কোর ইঞ্জিনিয়ারিং সেকশনগুলিতে সবথেকে বেশি চাকরি হয়েছে বলে জানা যাচ্ছে। পড়ুয়াদের সাফল্য উচ্ছ্বসিত খড়্গপুর আইআইটি-র ডাইরেক্টর প্রফেসর ভি কে তেওয়ারি বলছেন, ৭০০টিরও বেশি অফার এসেছে। ছাত্ররাও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছে, এটা খুবই ভাল বিষয়। ইভিএম নিউজ