ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর: পিছলো কেষ্টর শুনানি
ফের আবার দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেলো অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর জামিনের আর্জির শুনানি। ইডির তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুর শরীর ভালো নেই বলে পিছিয়ে গেলো এই মামলা। কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবী এতে আপত্তি জানায়। তিনি বলেন অনুব্রত মণ্ডল গত ১৫- ১৬ মাস ধরে জেলে আছেন। বিচারপতি বেলা এম ত্রিবেদির বেঞ্চ জানায়, এই মামলার পরবর্তী শুনানি হবে ৫ ডিসেম্বর। আজ রাউস অ্যাভিনিউ কোর্টে গরু পাচার মামলার শুনানি ছিল। সেই মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল, সেহগাল হোসেন ও সতীশ কুমারকে আদালতে পেশ করা হয়। কিন্তু এনামুল হক ও সুকন্যা মণ্ডল আদালতে সশরীরে হাজির ছিলেন না। তাঁরা ভিডিও কনফারেন্সের সাহাজ্যে যোগ দেয়।
তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বাড়িতে সিবিআই তল্লাশি
উল্লেখ্য, ইডি ইতিমধ্যেই এই মামলার চার্জশিট দখল করেছে। এনামুলের আইনজীবীরা জানান, চার্জশিটের সঙ্গে দেওয়া অনেক নথি বাংলায় লেখা আছে। এরপর বিশেষ সিবিআই আদালতের বিচারক রঘুবির সিংহ বলেন, অভিযুক্তেরা বাংলা ছাড়া কিছু জানেন না। কিন্তু সতীশের আইনজীবী জানান, তাঁর মক্কেল বাংলা বোঝেন না। বিচারক সব শুনে বলেন, সতীশের স্ত্রী বাঙালি। তিনিও অভিযুক্ত। তিনি বাংলা বোঝেন। এরপর সতীশের আইনজীবী জানান যে তাদের দুজনের মধ্যে কোন যোগাযোগ নেই। এরপর বিচারক প্রশ্ন তোলেন যে যদি কোন যোগাযোগ না থাকে তাহলে ৮০ লক্ষ টাকা সহ ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট কোথা থেকে আসলো? এই মামলার পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয় ২১ ডিসেম্বর। ইভিএম নিউজ