ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর: ট্রেনের ধাক্কায় শাবক সহ মৃত্যু তিনটি হাতির
ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক হাতির। মারা গেছে দুটি হাতি শাবকও। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিসার্ভের গভীর জঙ্গলে রাজাভাতখাওয়ার শিকারি গেট এলাকায়। শিলিগুড়িগামী মালগাড়ির ধাক্কায় হাতিগুলির মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটে সকাল ৭ টা ২০ মিনিট নাগাদ।
জানা গিয়েছে, রাজাভাতখাওয়ার শিকারি গেট পেরিয়ে কালচিনির উদ্দেশ্যে যাচ্ছিলো। সেই সময় ওই রেল লাইন পারাপার করছিলো একটি পূর্ণবয়স্ক হাতি ও দুটি হাতির শাবক। মালগাড়িটি ওই সময় এসে হাতি গুলিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই হাতিগুলির মৃত্যু হয়। এদিকে হাতিগুলির মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে আসে বনদফতরের ডি এফ ডি ওয়েস্ট পারভিন কাশোয়ান। সাথে রেলের আধিকারিকেরাও আসেন।
দুর্ঘটনার পরের থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ঘাতক ওই ট্রেনটি ঘতনাস্থলেই দাঁড়িয়ে থাকে। সেখানে রেলের চালককে জিজ্ঞাসাবাদ করে বনদফতরের আধিকারিকেরা। দুর্ঘটনার সময় ট্রেনটির গতি কিরকম ছিল সেইটা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই উদ্বিগ্ন বনদফতর। দুর্ঘটনায় দুটি হাতির মৃতদেহ রেল লাইনের দুই দিকে পরে ছিল। আর একটি শাবক হাতির দেহ পরে ছিল রেল লাইনের মধ্যেই পরে থাকে। ইভিএম নিউজ