ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর: রেলগেট ভেঙে দুর্ভোগ! প্রতিদিন বুহু মানুষের যাতায়াত এই রেলগেটের রাস্তা দিয়ে। এমনকি এই রেলগেট পেড়িয়ে স্কুল, কলেজে যেতে হয় পড়ুয়াদের। তবে সমস্যার শেষ নেই! আসন্ন ঘূর্ণিঝড়ের প্রভাব বঙ্গের উপর কতটা পড়বে? কি বলছে হাওয়া অফিস? কখনো টোটোর ধাক্কা আবার কখনো মোটর ভ্যানের ধাক্কা, বারবার রেলগেট ভেঙে চরম সমস্যায় পড়তে হচ্ছে মেমারি বাসীকে। সোমবার সকাল ১১টা নাগাদ মেমারি ৩৩ নম্বর রেলগেটে হঠাৎ করেই একটি মোটর ভ্যান গেটে ধাক্কা মারে। গেট ভেঙে যাওয়ার ফলে তীব্র যানজটের সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। রেলগেট ভাঙ্গার ফলে জি টি রোডের উপর গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। যাতায়াতে সমস্যা পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। ঘটনাস্থলে রেল আধিকারিকরা এসে ভাঙ্গা গেটটি মেরামত করে। এই রেলগেটে যানজটের থেকে মুক্তি পেতে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ফ্লাইওভারের। বারবার দুর্ঘটনার ফলে প্রায়ই কাজের দিনে অকারণে প্রচুর সময় নষ্ট হয় মানুষের। ফলে এদিনও সমস্যার মুখে পড়ে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ যাত্রীরা। ইভিএম নিউজ