জয়ন্তী

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর: বর্ধমানে মহাসমারোহে গুরুনানক জয়ন্তী উদযাপন

শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রথম ধর্মগুরু গুরু নানক দেব ১৪৬৯ সালে কার্তিক পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন। তাই প্রতি বছর কার্তিক পূর্ণিমায় গুরু নানক জয়ন্তী পালিত হয়। শিখ ধর্মাবলম্বীদের জন্য এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সারা দেশজুড়ে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের ৫৫৪ তম জন্মজয়ন্তী।

তেজস যুদ্ধবিমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিন বর্ধমান গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির উদ্যোগে বর্ধমান শহরে শোভাযাত্রা করা হয়। তিনকোনিয়া জি টি রোড গুরুদ্বার থেকে চরণ কমল গুরুদ্বার পর্যন্ত পরিক্রমা করা হয়। এই শোভাযাত্রায় শিখ সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে বহু বর্ধমানবাসীও অংশ নেন।

উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, সমাজসেবী তন্ময় সিংহ রায়, বর্ধমান গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি মহেন্দর সিং সালুজা সহ অন্যান্যরা। শোভাযাত্রা শেষে অপর্ণাঘাট চরণ কমল গুরুদ্বারে গুরু কা লঙ্গর অনুষ্ঠিত হয়। বহু মানুষ এখানে গুরু কা লঙ্গর-এ প্রসাদ গ্রহণ করেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর