ভারতীয়

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর: ভারতীয় মোবাইল শিল্প নিয়ে সুখবর দিলেন অশ্বিনী বৈষ্ণব

মোবাইল শিল্পে কৃতিত্ব অর্জন করেছে ভারত। মোদী সরকারের অধীনে উল্কার গতিতে বৃদ্ধি পাচ্ছে দেশের প্রযুক্তিগত উন্নতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০৭ তম ‘মন কি বাত’ সম্প্রচারিত হওয়ার আগেই এই উন্নতির কথা জানালেন ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিজের X-হ্যান্ডেলে এমনটাই  জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

বাংলাদেশেও এবার তৃণমূল!

'৯৯.২ শতাংশ মোবাইল ভারতে তৈরি হচ্ছে', জানালেন অশ্বিনী বৈষ্ণব। নিজের একটি পোস্টে তিনি জানিয়েছেন যে, ভারতীয় মোবাইল শিল্প তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। মাত্র নয় বছরের মধ্যে উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে ভারতের মোবাইল তৈরির হার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “প্রগতি পর্যালোচনা করার জন্য মোবাইল শিল্পের উন্নতি লক্ষণীয়।” 
 
মাত্র ৯ বছরে শিল্প ২০ গুণ বৃদ্ধি পেয়েছে। মোবাইল ফোন ২০১৪ সালে ৭৮ শতাংশ আমদানি নির্ভর ছিল। আর ২০২৩ সালে ভারতে বিক্রি হওয়া মোবাইলের ৯৯.২ শতাংশ ‘মেড ইন ইন্ডিয়া’। অর্থাৎ  ৯৯.২ শতাংশ মোবাইল ভারতে তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর