চন্দ্রকোনা

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর: চন্দ্রকোনায় নীলগাই

সাধারণভাবে তাদের ঝাড়খণ্ডের বিভিন্ন জঙ্গলে দেখা গেলেও, মেদিনীপুরে সেভাবে দেখা মেলে না। মঙ্গলবার মেদিনীপুরের চন্দ্রকোনার গ্রামের একটি ধানক্ষেতে হটাৎই দেখা মিললো একটি পূর্ণবয়স্ক নীলগাইয়ের। সারাদিন ধানক্ষেতে চষে বেড়ানো নীলগাইয়ের খবর পেয়ে বনদফতর কর্মীরা ছুটে আসেন। নীলগাই ধরতে তারা ব্যর্থ হন। তার খোঁজে তল্লাশি চলছে। যাতে কোনভাবে প্রাণীটির ক্ষতি না হয় সেইজন্য আশেপাশের সমস্ত ডিভিসানকে সতর্ক করেছে বনদফতর।

দ্রব্যমূল্য বৃদ্ধি| রবি ফসল চাষে চাষীদের কপালে চিন্তার ভাঁজ

২০১৭ সালে জঙ্গল মহলে ও ২০২২ সালে লালগড়ে নীলগাই দেখা গিয়েছিলো। লালগড়ের নীলগাইটিকে পাকড়াও করে বনদফতর। সেটিকে উদ্ধার করে রাখা হয়েছে স্থানীয় মিনি জু’তে। সম্ভবত ঝারখণ্ড থেকে চলে এসেছিলো নীলগাইটি বলে বনদফতরের ধারনা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর