গেলো

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর: দু’মাস পর দুর্ধর্ষ চুরির কিনারা

ড়ির আলমারি থেকেই নগদ ত্রিশ হাজার টাকা ও ১৪গ্রাম সোনার গহনা চুরি! এরপরই বাড়ির পরিচারিকার কাজ ছেড়ে চলে যায় রিতা ঘাটোয়াল ওরফে রিম্পা ঘাটোয়াল। ভেবেছিল কেউ কিছু জানতে পারবে না। কিন্তু অবশেষে পরিবারের অভিযোগের ভিত্তিতে চুরির তদন্তে নেমে প্রায় দু’মাস পর চুরির কিনারা করল বর্ধমান থানার পুলিশ।

শংসাপত্র দেওয়ার নামে প্রতারণা! বর্ধমান মেডিক্যাল থেকে গ্রেফতার ব্যক্তি

দীর্ঘদিন ধরে যে বাড়িতে পরিচারিকার কাজ করত, সেই বাড়ি থেকেই চুরি! ঘটনায় পরিচারিকা রিতা ঘাটোয়ালকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি যে স্বর্ণকারের কাছে সোনার গহনা বিক্রি করেছিল ধৃত, তারও সন্ধান পেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালনা রোডের একটি সোনার দোকানে সোনার গহনা বিক্রী করে দিয়েছিল ধৃত রিতা ঘাটোয়াল। যদিও সোনার দোকানের মালিক দীপক কর্মকার বলেন, ‘আমাকে ১৪ গ্রামের সোনা দিয়ে ওই মেয়েটি নতুন গহনা তৈরী করার জন্য বলে যায়। তারপরেই আমি সোনার গহনা গলিয়ে ফেলি। পরে পুলিশ ওই মেয়েটিকে নিয়ে এলে গলানো সোনা ফেরট দিয়ে দেন বলে জানা যায়। তিনি জানান, ‘আমি কোন গহনা কিনিনি ওই মেয়েটির কাছ থেকে।’

ডিএসপি রাকেশ চৌধুরী বলেন, ‘পুলিশ প্রাথমিকভাবে তদন্তে নেমে রিম্পাকেই সন্দেহ করেছিল। তার বাড়িতে গিয়ে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদের পর সে চুরির কথা স্বীকার করে নেয়। পরে তার দেখানো সোনার দোকান থেকে গলিয়ে ফেলা সোনাও উদ্ধার হয়েছে। হেফাজতে নিয়ে বাকি জিনিস উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।’ ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর