জেলা

ব্যুরো নিউজ, ২২ নভেম্বর: জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মানবিক মুখ

 

গত ২০ নভেম্বর সিউড়ী হাসপাতালে সাঁইথিয়ার অন্তর্গত মাঠপলসা নিবাসী কারিবুল হোসেন ও কবিতা খাতুন দম্পতির সিজার করে সন্তান হয়েছিল। মা ও শিশু উভয়ের হাতে ২৩৩ নাম্বার টা বেঁধে দেওয়া হয়। গতকাল এই নাম্বারটা মায়ের কাছ থেকে হারিয়ে যায়। যার ফলে হাসপাতাল থেকে তাদের ছুটি দিতে নিষেধ করা হয়।

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২

তখন কবিতা খাতুনের বাড়ির লোক জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের, পার্শ্ব আইনি সহায়ক, মহম্মদ রফিকের সঙ্গে যোগাযোগ করে।

তাদেরকে সঙ্গে নিয়ে সিউড়ি থানায় একটা G.D করা হয়। সেই GD টা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মানুযায়ী ২০০ টাকা জমা নেয়।

এরপর মঙ্গলবার ৪.৩০ মিঃ নাগাদ তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এ হেন উদার মানসিকতার জন্য  পরিবার পরিজনেরা শেষে ধন্যবাদ জানান রফিক সাহেবকে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর