ব্যুরো নিউজ, ২১ নভেম্বর: ভোল বদল শেহলার! মোদী-শাহের প্রশংসায় কী বললেন শেহলা?
সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতো। এবার সেই 'সরকারবিরোধী' শেহলা রশিদের মুখে বিজেপির শীর্ষ নেতাদের প্রশংসা। তাহলে শেহলা আগে কেন এসব কথা বলতেন? টাটাকে বিদায় করে বাংলায় কোন গাড়ির কারখানার স্বপ্ন সরকারের? একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে শেহলা বলেন, “আমরা দেখছি একটি সুন্দর প্রশাসন। প্রধানমন্ত্রী সমালোচনাকে পাত্তা দেন না। তিনি নিঃস্বার্থ মানুষ। জাতীয় স্বার্থে কাজ করেন।” অমিত শাহের প্রশংসায় শেহলা রশিদের মন্তব্য, কাশ্মীরে শান্তি নিশ্চিত করেছেন অমিত শাহ। কাশ্মীরে পরিবর্তন এনেছেন তিনি। “কাউকে তো বরফ ভাঙ্গতে হবে, সেটা করেছে এই সরকার। আমি সরকারকে কৃতিত্ব দেব। বিশেষত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃতিত্ব দেব।” তবে শেহলা আগে কেন এসব কথা বলতেন? এই প্রশ্নের উত্তরে শেহলা জানান, অন্যের কাছ থেকে শুনে বলতাম। আগের মন্তব্যের জন্য ক্ষমা চাইছি। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা নিয়ে এক সময় সরব হলেও, কিছু দিন আগে ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সুপ্রিমকোর্টে তা থেকে নিজের নাম প্রত্যাহার করার আবেদন জানিয়েছিলেন। আদালত সেই আবেদন মেনেও নিয়েছিল। এবার আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে শেহলা রশিদ জানিয়েছেন, তিনি মনে করেন, মোদী নিঃস্বার্থ মানুষ ও তিনি জাতীয় স্বার্থে কাজ করেন। ইভিএম নিউজ