ছুরির

ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর: প্রাক্তন স্বামীর ছুরির আঘাতে জখম এক যুবতী

বিবাহ বিচ্ছেদের পরবর্তী বিবাদের জেরে প্রাক্তন স্বামীর ছুরির আঘাতে জখম হোল এক যুবতী। তাঁকে বাঁচাতে গিয়ে ছুরিকাহত ওই যুবতীর জামাইবাবু দিলীপ শেখ (৩৭)। শুক্রবার রাতে সোওয়া ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে ইংলিশবাজার থানার মীরচক এলাকায়।

ধৃত কুলেশ্বর শুট আউটের মূল অভিযুক্ত

ছুরি নিয়ে প্রাক্তন স্ত্রী ও ভায়রাভাইকে আঘাত করে পালানোর পথে আক্রমণকারী প্রাক্তন স্বামী অমিত শেখ (৩১) ওরফে আমিনকে ধরে ফেলে উত্তেজিত জনতা। শুরু হয় গণধোলাই। গুরুতর আহত ওই যুবককে বাকি ২ জনের মতোই ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যালে৷

 

ঘটনাস্থলে ছুটে যায় ইংলিশবাজার থানার পুলিশ। হাসপাতালেও যায় পুলিসের একটি দল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কিছুদিন আগে আক্রান্ত ওই যুবতী ও অভিযুক্ত যুবকের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকে নিজের বাবা মায়ের সঙ্গেই থাকতেন ওই যুবতী। কাজ করতেন কালিয়াচকে একটি গাড়ির শোরুমে। এদিন কর্মস্থল থেকে ফিরে পরিবারের সঙ্গে রাতের খাবার খেতে বসেছিলেন তিনি। তখনই ঘটনাটি ঘটে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর