ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর: মন্ত্রীর উদ্যোগে হিন্দু- মুসলিম নির্বিশেষে পালিত ভাইফোঁটা
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুরে আয়োজিত হোল ভাইফোঁটার অনুষ্ঠান। সর্বজয়া মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ভবনে বুধবার সকালে এই সম্প্রীতির অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত বেশ কয়েক বছর ধরে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুসলিম বোনেরা সেইদিন হিন্দু ভাইদের কপালে ফোঁটা দেন। আর হিন্দু বোনেরা ফোঁটা দেন মুসলিম ভাইদের কপালে। উভয়ই তাদের ভাইদের মঙ্গল কামনা করেন।
‘যমের দুয়ারে পড়ে কাঁটা’| ভাতৃদ্বিতীয়ায় মেতে উঠেছে সকলে
মন্ত্রী স্বপন দেবনাথের কথায়, ‘ধর্ম যার যার, কিন্ত উৎসব সবার’। তাই এই সম্প্রীতির উৎসবে সামিল হয়ে সম্প্রীতির বার্তা দেওয়াই হোল তার লক্ষ্য। এদিন দেখা যায় মন্ত্রী স্বপন দেবনাথের কপালেও পড়ে ভাইফোঁটা। মুসলিম সম্প্রদায়ের বোন আজিজুন্নেসা খাতুন, দাদা, মন্ত্রী স্বপন দেবনাথের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করে। হিন্দু ধর্মের এই অনুষ্ঠানে সামিল হতে পেরে খুশি মুসলিম বোনেরা। একই সাথে মুসলিম ধর্মের ভাইয়েদের ফোঁটা দিতে পেরে আনন্দিত হিন্দু দিদি ও বোনেরা। ইভিএম নিউজ