ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর: অস্বস্তিতে নওশাদ! নওশাদের গাড়ির চালকের বিরুদ্ধে মামলা অস্বস্তিতে নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের আইএসএফ বিধায়কের চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। ৭০ ঘণ্টা পরেও আটকে শ্রমিক | উদ্ধারকাজে বায়ুসেনা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে নওশাদ সিদ্দিকীর চালকের বিরুদ্ধে। শুধু তাই নয়, একিসঙ্গে রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগে কলকাতার গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে গাড়িতে বিধায়ক বা হাইকোর্টের রেজিস্ট্রার কেউই ছিলেন না। বিধায়কের গাড়িতে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষী। মঙ্গলবার দুপুর ২ টো ৫৬ মিনিট নাগাদ দুই গাড়ির ধাক্কা লাগে। অভিযোগ, ইএম বাইপাসের ওপর দিয়ে গাড়ি যাচ্ছিল অত্যন্ত দ্রুত গতিতে। কোনও ক্রমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গাড়ি দুটি। গাড়ি থেকে নেমে নওশাদের গাড়ির চালকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন রেজিস্ট্রারের চালক। এমনকি হাতাহাতিও হয় বলে অভিযোগ। বিধায়কের নিরাপত্তারক্ষী বিচারকের চালককে মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়। ইভিএম নিউজ