আমেজ

 

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর: রাজ্যজুড়ে শীতের আমেজ| খুব তারাতারি কি পরতে চলেছে শীত? 

কালীপুজোর আগেই রাজ্যজুড়ে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। খানিকটা পারদের পতন ও ঘটেছে। চলতি সপ্তাহে ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রাজ্যের কোন জেলায় বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। ফলে শুষ্ক থাকবে আবহাওয়া।

 

সীমানা প্রাচীর সহ চিকিৎসা সামগ্রীর উদ্বোধনে মেয়র

আবহাওয়া দফতর সূত্রে খবর, কালীপুজোর  আগে উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আগামী ২৪ ঘণ্টা কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা বেশ খানিকটা কমবে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৩ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পে আদ্রতার পরিমান সর্বাধিক থাকবে ৯৪ শতাংশ ও সর্বনিম্ন থাকবে ৪৬ শতাংশ।

দঃ বঙ্গের পাশাপাশি আজ উঃ বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুরে কোথাও কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে আবহাওয়া শুষ্ক থাকবে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর