ব্যুরো নিউজ, ৯ নভেম্বর: টিটাগরে গুলি চালানোর ঘটনায় মৃত্যু
টিটাগর উড়ানপাড়ায় গুলি চালানোর ঘটনায় মৃত্যু ১ যুবকের। জানা যায়, মোহাম্মদ হাসান নামে এক যুবক গুলিবিদ্ধ হয় টিটাগর ঊরান পাড়াএলাকায়। হাসান টিটাগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
চিরাচরিত প্রদীপের চাহিদা কম |কারুকার্য করা প্রদীপেই ভরসা মৃৎশিল্পীদের
পুলিশ সূত্রে খবর, মোঃ হাসান দুমাস আগে একটি কেসে জেল থেকে ছাড়া পায়। জানা যায় এদিন তিনজন দুষ্কৃতী পায়ে হেঁটে আসে এলাকায়। বাড়ির সামনেই ওই যুবককে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে টিটাগর থানার পুলিশ। ইভিএম নিউজ