ব্যুরো নিউজ, ৭ নভেম্বর: অবশেষে পাওয়া গেলো অজ্ঞাতপরিচয় যুবকের সন্ধান
অবশেষে পাওয়া গেলো অজ্ঞাত পরিচয় যুবকের সন্ধান। সুত্র মারফত জানা গেছে, ওই যুবকের নাম শ্যামল মালিক। তার বয়স ৪০ বছর। সে দেবপুকুরের গনেশপুর এলাকার বাসিন্দা। গত ৩ তারিখ সে নিখোঁজ ছিল সে।
এবার কুন্তল ঘোষের ফ্ল্যাটে ইডির হানা
নিখোঁজের পরিবার মোহনপুর থানায় অভিযোগ দায়ের করে। আজ নোনা চন্দনপুকুর দুর্গাবাড়ির সামনে একটি পুকুর থেকে শ্যামলের দেহ উদ্ধার করা হয়। দেহটি উদ্ধার করে টিটাগর থানার পুলিশ। এই দুর্গাবাড়ি স্ট্যান্ডে সে টোটো চালাত।
পুলিশের প্রাথমিক অনুমান, তাকে মেরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। পরিবারের লোকের অভিযোগ করে ওই যুবক ৩ দিন ধরে নিখোঁজ ছিল। কিন্তু পুলিশ তার কোন খোঁজ করেনি। পুলিশ এলাকায় আসলে তারা এলাকাবাসীর কাছ থেকে জানতে পারে যে শ্যামল খুব ভালো ছেলে ছিল। তার স্বভাবের কোন তুলনা হয় না। সে খুব শান্ত ছেলে ছিল। সবার সাথে হেঁসে হেঁসে কথা বলতো সে। এলাকাবাসী পুলিশের কাছে তার খুনিদের শাস্তির দাবি করেছে। ইভিএম নিউজ