ব্যুরো নিউজ, ১ নভেম্বর: কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্যে নিয়ে আসা হোল মন্ত্রীকে 

 

সোমবার ইডি নিজেদের হেফাজতে পেয়েই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ম্যারাথন জেরা করলেন। রেশন দুর্নীতিতে কী  ভূমিকা প্রাক্তন খাদ্যমন্ত্রীর তারা তা জানতে চান। ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে তিনি কতদিন চেনেন?, বাকিবুর রহমানের এত সম্পত্তি কোথা থেকে ও কী করে হল?, দীর্ঘদিন ধরে কীভাবে বাকিবুর রহমানের রাইস মিল সরকারি তালিকাভুক্ত ছিল? এতদিন ধরে এত সুযোগ সুবিধা কী করে পেলেন বাকিবুর রহমান?, এইসব তারা জানতে চান।

রেশন দুর্নীতি কাণ্ডে আর এক ডায়েরির হদিশ

তার স্ত্রী ও কন্যার অ্যাকাউন্টে কী করে ১০ কোটি টাকা ঢুকল ‘তাঁর ঘনিষ্ঠ ও পরিবারের লোকজন এমনকী পরিচারক কীভাবে ওই সব সংস্থার আধিকারিক পদে ছিলেন?’,’তাঁর পরিবারের সদস্য়দের বিদেশে যাওয়ার বিমানের টিকিট বাকিবুর কেন কেটেছিলেন? বাকিবুরের থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনওভাবে লাভবান হয়েছেন? দিনভর ম্যারাথন জেরায় জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে এমনই তথ্য জানতে চায় ইডি। তবে তিনি কোন প্রশ্নের উত্তর দিতে নারাজ তাই কার্যত সমস্ত প্রশ্নের পরেও তার মুখ থেকে কিন্তু কোন আওয়াজ বেরোলো না। স্বাস্থ্য পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হল জ্যোতিপ্রিয়কে। সকাল ১১ টা নাগাদ আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্যে নিয়ে আসা হোল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে । সূত্র মারফত খবর আদালতের নির্দেশ অনুযায়ী তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে আজ। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর