ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর: পুরসভা হতে চলেছে উত্তরপাড়া বিধানসভার ২ পঞ্চায়েত সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ার পথে। পুরসভা হতে চলেছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দুটি গ্রাম পঞ্চায়েত। একটি কানাইপুর গ্রাম পঞ্চায়েত ও অন্যটি রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত। রাজ্যে জাল লটারি গুদামের হদিশ! দীর্ঘদিনের দাবি মেনে পুরসভা হতে চলেছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দুই গ্রামপঞ্চায়েত। জানা যাচ্ছে, উত্তরপাড়া কোতরং পুরসভার সঙ্গে যুক্ত হবে কানাইপুর ও রঘুনাথপুর পঞ্চায়েত। ইতিমধ্যেই দুই পঞ্চায়েতে পৌঁছেছে প্রস্তাব। এই খবর মিলতেই খুশির হাওয়া কানাইপুর ও রঘুনাথপুর পঞ্চায়েত এলাকার মানুষের মধ্যে। উত্তরপাড়া পুরসভার পুর -পারিষদ ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ২০২২ সালেই তাদের পুরসভার পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে, কানাইপুর ও রঘুনাথপুর পঞ্চায়েত দুটি তাদের পুরসভার সংলগ্ন হওয়ায় এই দুই পঞ্চায়েতকে উত্তরপাড়া পুরসভার সঙ্গে যুক্ত করে দেওয়া হোক। এবার সেই প্রস্তাবই বাস্তবায়িত হওয়ার পথে। ইভিএম নিউজ