ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর: CGO কমপ্লেক্সে নথি নিয়ে হাজির দেবপ্রিয় মল্লিক
রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে শুক্রবার গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হওয়ার পর তাকে সরাসরি সল্টলেকের CGO কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে জোকা ESI হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার জন্যে নিয়ে যান ইডির আধিকারিকেরা।
জাতীয় সম্প্রীতির বার্তা নিয়ে ঝাড়খন্ড থেকে নাগাল্যান্ডে পাড়ি
স্বাস্থ্য পরীক্ষার পর তাকে সোজা ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হলে সেইখানে শুনানি চলাকালীন তিনি অসুস্থ হয়ে পরেন। তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
এইদিকে গতকাল CGO কমপ্লেক্সে যান জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী। সূত্রের দাবি, তদন্তকারী অফিসার না আসায় কিছুক্ষণ পরে বেরিয়ে যান তিনি। আর আজ CGO কমপ্লেক্সে নথি নিয়ে হাজির হলেন জ্যোতিপ্রিয়ের দাদা, দেবপ্রিয় মল্লিক। ইভিএম নিউজ