সিনেমায়

ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর: অর্পিতা বাকিবুরের সিনেমায় কাজ করারই যোগ্য: সজল ঘোষ

‘অর্পিতা বাকিবুরের সিনেমায় কাজ করারই যোগ্য’, বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের।

রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য সিনেমা প্রযোজনা করেছিলেন বাকিবুর রহমান। সেই সিনেমায় অভিনয় করেছিলেন পার্থ ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। যিনি কিনা গত দেড় বছর ধরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেল বন্দি।

ED দফতরে জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শনী

এদিন পার্থ ঘনিষ্ঠ অর্পিতার অভিনয় দক্ষতাকে কটাক্ষ করে তিনি বলেন, “অর্পিতা মৃণাল সেনের ডিরেকশনে সিনেমা করবে নাকি! এরা তো বাকিবুর, হাবিবুর এদের সিনেমা তেই অভিনয় করবে।” অর্পিতা বাকিবুরের সিনেমায় কাজ করারই যোগ্য।

পাশাপাশি রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে ও স্ত্রীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ মিলেছে। সে প্রসঙ্গে সজল ঘোষ বলেন, ”তাঁর বউয়ের অ্যাকাউন্টে ৪৫ হাজার টাকা ছিল ১ বছরের মধ্যে সেটা ৬ কোটি টাকা হয়েগেছে। এরা আবার অমিত শাহ-য়ের ছেলের অ্যাকাউন্টের টাকার কথা বলে। ৪৫ হাজার টাকা ৬ কোটি হয়ে গেল, আর লক্ষ্মীকে ভাণ্ডারে আবদ্ধ করে রেখেছে ৫০০ টাকায়।” ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর