শীতে
ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর: হাওড়াতেই 'মিনি ডুয়ার্স'! শীতের শুরুতেই পারফেক্ট ডে-ট্রিপ!


দিঘা, মন্দারমনি, জয়পুর ফরেস্ট তো অনেক হল। অক্টোবরের শেষে এই শীত শীত আমেজ উপভোগ করতে ঘুরে আসতেই পারেন 'মিনি ডুয়ার্স' থেকে। 
ত্রিকোন প্রেমের সম্পর্কের জেরে খুন! 

অক্টোবরের শেষেই বাতাসে শীত শীত ভাব। তবে এই আমেজ কতদিন থাকবে তা এখনই বলা মুশকিল। তবে আপাতত তো আবহাওয়া উপভোগ করার মতোই!

কলকাতা থেকে ১০০ কিমির মধ্যেই এই জায়গা। তাই নিজের গাড়ি বা বাইকে চেপেও চলে আসতেই পারেন। সকাল সকাল বেরিয়ে পড়ুন ঝালুয়াবেড়ের উদ্দ্যেশ্যে।

ঝালুয়াবেড় জায়গাটা এখনও বাংলার পর্যটন মানচিত্রে সেভাবে জনপ্রিয় হয়নি। ফলে এখনও সেই ভাবে পর্যটকদের ভিড় দেখা যায় না। শীতের এই সময় ঝালুয়াবেড় হয়ে ওঠে মোহময়ী। জঙ্গল, নীরবতা, পাখিদের ডাক, চারপাশে সবুজের আভা। একদিনের উইকেন্ড কাটানোর জন্য এক্কেবারে পারফেক্ট।

হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে নামতে হবে ঝালুয়াবেড় স্টেশনে। স্টেশন থেকে এগোলেই দুপাশে সবুজ গাছের সারি, সবুজের আভা আপনার মন ভাল করে দেবে। আরও কিছুটা এগোলেই পাবেন রামকৃষ্ণ বাটি, শীব মন্দির। প্রকৃতির কাছে থেকে এই শান্ত পরিবেশকে উপভোগ করতে হলে চলে আসুন ঝালুয়াবেড়-এ।

সকালের দিকে বিভিন্ন পাখিদের দেখাও মিলতে পারে। সারাটা দিন প্রকৃতির কোলে ঘোরাঘুরি করে বিকেল মনোরম সূর্যাস্তের রঙিন আভায় হোলি খেলে এবার বাড়ি ফেরার পালা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর