ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর: চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভের ৪৩১ দিন
আজ লক্ষ্মী পুজো। আর এই লক্ষ্মী পুজোর দিনই ডাবলু.বি.সি.এস.এস.সি গ্রুপ সি ও ডি ঐক্য মঞ্চের অবস্থান বিক্ষোভ পড়লো ৪৩১ তম দিনে।
ইডির দফতরে হাজিরা জ্যোতিপ্রিয়র আপ্তসহায়কের
আজকের দিন তারা বিশেষভাবে মা লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে এক নতুন ধরনের কর্মসূচি নিতে চলেছেন। মা লক্ষ্মীর মর্তলোকে, গ্রুপ সি ও গ্রুপ ডি মঞ্চে অবিভক্ত হচ্ছে। এখানে দুর্নীতির বর্ণনায় লক্ষ্মীর পাঁচালী পাঠ করা হয়।
স্বয়ং মা লক্ষীর ভূমিকায় ছিলেন একজন মহিলা চাকরিপ্রার্থী। এছাড়া ছিল বিশেষ কবিগান। যেখানে দুর্নীতি, ন্যায়, অন্যায়, চোর, ও সাধুবাদ নিয়ে বাগযুদ্ধ করা হয় ও উন্নতভাবে অবস্থান বিক্ষোভকে তুলে ধরা হয়, ডাবলু.বি.সি.এস.এস.সি গ্রুপ সি ও ডি ঐক্য মঞ্চের পক্ষ থেকে। ইভিএম নিউজ