ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর: জঙ্গলমহল ক্যারাটে প্রতিযোগিতার দিন ঘোষণা

সাংবাদিক সম্মেলন করে জঙ্গলমহল ক্যারাটে প্রতিযোগিতার দিন ঘোষণা করা হলো।
জঙ্গলমহল ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুকুটমনিপুরে সাংবাদিক সম্মেলন করে জানানো হলো, আগামী ৫ ই নভেম্বর রবিবার ঝাড়গ্রামের বিনপুরে জঙ্গলমহল ক্যারাটে প্রতিযোগিতার তথা জঙ্গলমহল ক্যারাটে কাপের আসর বসছে।
উল্লেখ্য, গত ২০১৮ সালে খাতড়াতে জঙ্গলমহল ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। করোনা পরিস্থিতিতে তারপর ওই প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি বলে এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ চার বছর পর ফের ঝাড়গ্রামে বিনপুরে ওই প্রতিযোগিতার আয়োজন করা হবে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, জঙ্গলমহলের পাঁচটি জেলা ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া থেকে প্রতিযোগীরা মোট ৬২টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি যে জেলা সব থেকে বেশি পদক অর্জন করতে পারবে সেই জেলার হাতে জঙ্গলমহল ক্যারাটে কাপ তুলে দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জঙ্গলমহল ক্যারাটে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ পাল, সহ-সভাপতি অমিত করমোদক, পুরুলিয়া জেলা ক্যারাটে দো এসোসিয়েশনের প্রতিনিধি অনিত রঞ্জন মুর্মু, প্রশিক্ষক ধনঞ্জয় কুমার প্রমূখ। ইভিএম নিউজ



















