লাবনী চৌধুরী, ২৫ অক্টোবর: ১২ বছর পর একসঙ্গে | বক্সঅফিসে দেদার ছক্কা
প্রায় ১ যুগ পর একসঙ্গে সৃজিত-প্রসেনজিত। আর মাঠে নেমেই ফুল ফরমে দেদার ছক্কা। ফের রেল স্টেশনের নাম বদল | বদলে গেলো ৩টি স্টেশনের নাম সিনেমা পিপাসু দর্শকদের জন্য পুজোর উপহার নিয়ে হাজির সৃজিত মুখোপাধ্যায়। তাঁরই পরিচালনায় মুক্তি পেয়েছে 'দশম অবতার'। আর সেখানেই সৃজিতের আরও চমক প্রায় ১২ বছর পর এক্সনহে কাজ করলেন সৃজিত-প্রসেনজিত। তবে শুধু মাত্র সেনজিৎ চট্টোপাধ্যায় নয়। এছাড়াও রয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত ও জয়া আহসান।পুজোয় ঠাকুর দেখার পাশাপাশি সিনেমা পিপাসুরা তাকিয়ে থাকেন সিনেমা হলের দিকে। পুজোয় কী কী ছবি মুক্তি পাচ্ছে সেই দিকে নজর না রাখলে কি চলে? ঠাকুর দেখার ফাকেই টুক করে এক-দুটো মুভি দেখা ঠিকই সেরে ফেলেন অনেকে। এ বছর পুজোয় একসঙ্গে চারটে বাংলা ছবি মুক্তি পেয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ‘রক্তবীজ’। অরিন্দম শীলের ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’ ও অরুণ রায়ের ছবি ‘বাঘাযতীন’।
৪ ছবির এই কঠিন লড়াইয়ে লম্বা দৌড় দিয়েছেন সৃজিত। বাকীদের পেছনে ফেলে বক্সঅফিসে হিট ‘দশম অবতার’। গত পাঁচদিনে প্রায় সাড়ে তিন কোটি টাকার বিজনেস। অন্য ছবিগুলির রেকর্ডকে ব্রেক করে বক্সঅফিসে হিট। ইভিএম নিউজ