শান্তি

ব্যুরো নিউজ, ২৫ অক্টোবর: পাক ক্রিকেট দলে অশান্তির কালো মেঘ 

বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিলো নেদারল্যান্ডস ও শ্রীলংকা। এরপরে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে পরপর দুটি ম্যাচ হেরেছে পাকিস্তান। সোমবার  ছিল পঞ্চম ম্যাচ। সেই ম্যাচে তারা নেমেছিলো প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিরুদ্ধে।

না ফেরার দেশে ভারতের প্রাক্তন ক্রিকেটার

ভারত ও অস্ট্রেলিয়ার কাছে পরপর দুটি ম্যাচে পাকিস্তান হেরে যাওয়ার পর থেকেই পাকিস্তানের বিভিন্ন সাংবাদিক, সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট করতে থাকেন। সেইসব সংবাদ মাধ্যম দাবি করে, পাকিস্তান দলের ভিতরে খুব অশান্তি চলছে। দুই খেলোয়াড়ের মধ্যে নাকি খুব হাতাহাতিও হয়েছে। বাবর বাকিদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দলের কেউ আর তাকে নেতা হিসেবে মেনে নিতে পারছে না। এই খবর চলাকালীনই টানা দুই হারের পর আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে পাকিস্তান শিবির নিয়ে এমনই খবর ছড়িয়ে পড়েছিল।

আফগানিস্তান ম্যাচের মাঝেই তার উত্তর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে দলের ভিতরে যে অশান্তির খবর সেটা সম্পূর্ণ মিথ্যা। বলা বাহুল্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই খবর মানতে নারাজ, তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, সংবাদ মাধ্যমের একটি অংশের তরফে ভুয়ো খবর প্রচার করা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানের গোটা দলই এই মুহূর্তে ঐক্যবদ্ধ। যেসব দাবি করা হয়েছে সমাজ মাধ্যমে, তার কোন সত্যতা নেই। এমন খবরে পাক বোর্ড হতাশাও প্রকাশ করেছেন। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর