ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর: কোর্টের নির্দেশের পরেও হচ্ছে না নিয়োগ | বিক্ষোভ চাকরি প্রার্থীদের

৬৯ হাজার শিক্ষক নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরেও হয়নি নিয়োগ। শিক্ষক নিয়োগের জন্য গত ২ মাস ধরে উত্তর প্রদেশে লাগাতার বিক্ষোভ চালাচ্ছে চাকরি প্রার্থীরা। সুপ্রিম নির্দেশের পর ১ বছর কেটে গেলেও নিয়োগ হয়নি। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে বারংবার, তবে কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। এই অবস্থায় ৬৯ হাজার শিক্ষকের নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযান নেয় চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে লখনউ যান তারা।

পুজোর আগে ফোয়ারা উদ্বোধন!

রাস্তার মড়ে মড়ে বিক্ষোভ দেখায় চাকরি প্রার্থীরা। ফলে যান জটের সৃষ্টি হয়। ঘটনায় বিক্ষোভরত চাকরি প্রার্থীদের ধরপাকড় করে লখনউ পুলিশ। এরপর তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

১২ অক্টোবর শিক্ষা মন্ত্রীর বাসভবন ঘেরাও করে চাকরি প্রার্থীরা। এরপর বাসভবনের সামনে বিক্ষোভও দেখাতে থাকে বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। মূলত, সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন করার দাবিতেই বিক্ষোভ চাকরি প্রার্থীদের। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর