পাল্টা

ব্যুরো নিউজ, ১৫ অক্টোবর: সনাতন ধর্ম নিয়ে পাল্টা জবাব মোহন ভাগবতের

একদিকে যেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন পুত্র উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনার সঙ্গে তুলনা করে একে মুছে ফেলার কথা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়েই সনাতন ধর্ম নিয়ে পাল্টা জবাব আরএসএস প্রধান মোহন ভাগবতের। তিনি বলেন, “যারা সনাতন ধর্ম মুছে ফেলার কথা বলেন, তাদের প্রতি আমার করুণা হয়।”

‘৫ হাজার বছর ধরে ধর্মনিরপেক্ষতার আদর্শ বহন করছে ভারত’

হরিয়ানার রহোতকের বাবা মস্তনাথের আশ্রমে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এই বিশ্ব চলছে সনাতন ধর্মের উপর নির্ভর করে। আগেও তাই চলেছে এবং আগামী দিনেও সেটাই চলবে। তাই সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলা কুড়ুলের ওপর পা রাখার মতো। সনাতন ধর্মের গতি রোধ করা সম্ভব নয়। বরং যাবংসেই ধর্মকে ধ্বংস করার কথা বলছেন তাদের পা কুড়ুলে কেটে যাবে।”

এমনকি তিনি এও বলেন, “যারা এই ধরনের কথা বলে তাদের উপর আমার রাগ নয়, করুণা হয়। জ্ঞান না থাকার কারণেই তারা এই ধরনের কথা বলেন।” ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর