চির
ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর: চির ঘুমের দেশে চন্দ্রযান


সত্যিই চিরতরে ঘুমিয়ে পড়ল চন্দ্রযান-৩। সেপ্টেম্বরের যেই আশঙ্কা দানা বেঁধে ছিল তাই আজ সত্যি হল। নিজের দ্বায়িত্ব টুকু সেরে চাঁদ মামার বাড়িতে ঘুমিয়ে পড়ল ভারতের চন্দ্রযান-৩।
‘এমার্জেন্সি অ্যালার্ট এক্সট্রিম’ উদ্যোগ ভারত সরকারের

চাঁদে পাড়ি দেওয়ার আগে থেকেই বেশ চর্চায় ছিল ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। হিম শীতল ঠাণ্ডায় চাঁদের দক্ষিণমেরুতে খুম পারানো হয় বিক্রম ও প্রজ্ঞানকে। তবে বিজ্ঞানীদের আশা ছিল চাঁদে সূর্যোদয় অর্থাৎ 'লুনার সানরাইজ' হলে ফের জেগে উঠবে বিক্রম ও প্রজ্ঞান। সূর্যের আলো থেকে চন্দ্রযান রিচার্জড হতে পারলে, নতুন করে কাজ শুরু করবে বিক্রম ও প্রজ্ঞান।  কিন্তু সে আশা মিথ্যে। 'ইসরো'র প্রত্যাশায় জল ঢেলে চিরতরেই ঘুমিয়ে পড়ল বিক্রম-প্রজ্ঞান। 

সেপ্টেম্বরেই জানা গিয়েছিল কিছুতেই ঘুম ভাঙছে না চন্দ্রযানের। তবে ইসরো জানিয়েছিল, বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে তারা এখনও কোনও সংকেতই পায়নি। পৃথিবীর ১৪ দিনের সমান চাঁদের একদিন। ফলে চন্দ্রদিবস শেষ না হওয়া পর্যন্ত ইসরো চেষ্টা চালিয়ে যাবে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর