পরিষ্কারে

ব্যুরো নিউজ, ১১ অক্টোবর:  নর্দমা পরিষ্কারে হাত লাগালেন খোদ বিডিও

নর্দমা পরিষ্কারে হাত লাগালেন খোদ বিডিও। ব্লকের সাফাই কর্মীদের সঙ্গে কাজে নিজেই হাত লাগালেন গলসির বিডিও সঞ্জীব সেন।

সাত সকালে শুট আউটে মৃত্যু | চাঞ্চল্য এলাকায়

জানা যায়, এটি মূলত তাঁর রোজকার ঘটনা। প্রায় প্রতিদিন সকালেই সাফাই কর্মীদের সঙ্গে কাজে হাত লাগিয়ে কাজ করেন গলসী ২ নম্বর ব্লকের বিডিও। বলা যেতে পারে, এই ভাবেই স্বচ্ছ ভারত মিশনকে সফল করতে নিজের কাঁধে তুলে নিয়েছেন দ্বায়িত্ব। বিভিন্ন গ্রামগুলিকে পরিষ্কার রাখতে, পাড়ায় পাড়ায় নর্দমা পরিস্কারের কাজ করে থাকেন তিনি। মানুষকে সচেতন করতে তাঁর এই উদ্যোগ। বিডিও সঞ্জীব সেনের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় গ্রামের মানুষ।

জানা যায়, গলসির বিডিও সঞ্জীব সেন ও গলসির পঞ্চায়েত প্রধান কমল রুইদাস যৌথ ভাবে দাস পাড়ায় নর্দমা পরিষ্কারের কাজ করেন। এমনকি তাদের সঙ্গে কাজে হাত লাগিয়েছেন পঞ্চায়েত ও বিডিও অফিসের আধিকারিকরা।

বর্তমানে রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রনের পাশাপাশি এলাকার পরিবেশ সুস্থ ও সন্দর রাখতে তাঁদের এই উদ্যোগ। এমনটাই জানান গলসির বিডিও সঞ্জীব সেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর