ব্যুরো নিউজ, ৯ অক্টোবর: ‘ফাস্ট্যাগ’ ব্যবস্থায় টোল ট্যাক্সের সুবিধা 


আগে হাইওয়ের টোল প্লাজাতে গাড়ির দীর্ঘ গাড়ির লাইন পড়তো। এখন গাড়ির লাইন অনেক কমে গিয়েছে। কারন এখন ফাস্ট্যাগ ব্যবস্থায় টোল ট্যাক্স দেওয়া অনেক সহজ হয়ে গিয়েছে। এই ফাস্ট্যাগ বাধ্যতামূলক হওয়ায়, সুবিধা বেড়েছে টোল প্লাজায়। আগে যেখানে টোল প্লাজায় অপেক্ষা করতে হত ৭৩৪ সেকেন্ড, এখন সেই সময় কমে হয়েছে ৪৭ সেকেন্ড।

কেউ বলছেন, ১০০ মিটারের বেশি গাড়ির লাইন থাকলে, টোল ট্যাক্স দিতে হয় না। কেউ আবার বলছেন, টোল প্লাজায় ১০ সেকেন্ডের বেশি দাঁড়াতে হলে, টোল ট্যাক্স লাগবে না। এতে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহণ দফতর জানায়, এটি সম্পূর্ণ ভুয়ো তথ্য । এমন কোনও স্কিম সড়ক পরিবহণ মন্ত্রক আনেননি। আরও জানানো হয়, ১০ সেকেন্ডের বেশি অপেক্ষা করলেও, টোল ট্যাক্স দিতে হবে। ইভিএম নিউজ
 
				
 
								 
								 
								 
								


















