বিতর্কে

ব্যুরো নিউজ, ৪ অক্টোবর: থাট্টাম মন্তব্যে বিতর্কের ঝড় কেরলে

বিধানসভার গেটের বাইরে বসে বিক্ষোভ-অবরোধ বিজেপির

মুসলিম মহিলাদের মাথায় হেডস্ক্রাব বা থাট্টাম পরা নিয়ে সি পি এম এর বর্ষীয়ান নেতা অনিল কুমারের মন্তব্যে এ বার বিতর্কের ঝড় উঠলো কেরালে। তাঁর মন্তব্যে রাজ্যর শাসক দলকেও অস্বস্তিতে পরতে হয়েছে। বেশ কিছু ধর্মীয় সংগঠন ও ধর্মীয় নেতা তার এই মন্তব্যের প্রতিবাদ করেছেন। এমনকি তার  এই মন্তব্যের প্রতিবাদ করেছেন অন্যান্য বাম নেতৃত্ব।

একটি অনুষ্ঠানে অনিল কুমারকে দাবি করতে শোনা যায় বামপন্থী দলের প্রভাবে মুসলিম অধ্যুষিত মালাপুরাম জেলায় মহিলারা হেডস্কার্ফ বা থাট্টাম পড়া বন্ধ করে দিয়েছেন।
এই মন্তব্যের পরে একাধিক মুসলিম সংগঠন সরব হয়েছে। সুন্নি মুসলিম গোষ্ঠী সংস্থার দাবি এই ধরনের মন্তব্য সিপিএম নেতাদের দ্বিচারিতাকে প্রকট করে। কেরালের এলডিএফ বিধায়ক ও বাম মনোভাবাপন্ন নেতা কে পি জলিল ওই মন্তব্য কে উড়িয়ে দিয়ে পরিষ্কার করে জানিয়েছেন থাট্টাম পরা ছেড়ে দেওয়াকে কোনভাবেই প্রগতির চিহ্ন হিসেবে দেখা যায় না। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর