ব্যুরো নিউজ, ২ অক্টোবর: করাচিতে মুম্বই হামলার অন্যতম চক্রীর 'ছায়াসঙ্গী' খুন
২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সৈয়দ। প্রথমে নিখোঁজ হয় হাফিজ পুত্র কামালউদ্দিন। এরপরই পাকিস্তানের করাচিতে প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুন করা হয় হাফিজ ঘনিষ্ঠ লস্কর জঙ্গি মুফতি কায়সর ফারুক। গোয়েন্দাদের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল এই মুফতি জঙ্গির নাম। মোদীর কড়া পদক্ষেপ | ভারত থেকে UNMOG কে ‘ঝেঁটিয়ে’ বিদায় জানা যায়, শনিবার করাচিতে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী লস্কর জঙ্গিকে লক্ষ্য করে গুলি চালায়। তখনই ফারুকের পিঠে গুলি লাগে। আহত অবস্থায় মুফতিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে সেই তদন্তে নেমেছে করাচি পুলিশ। এমনটাই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের একটি সংবাদ সংস্থা। এই খবর প্রকাশের পর থেকেই শোরগোল পড়ে যায় পাকিস্তানের করাচিতে। ইতিমধ্যেই হাফিজ সৈয়দের পুত্র কামালউদ্দিনের অস্তিত্ব নিয়ে জন্মাচ্ছে সংশয়। এরপর হামলার একের পর এক মাস্টার মাইন্ড খুন। ৩০ দিনে মোট ৪ জন জঙ্গিনেতা খুন। সেই রেশ কাটতে না কাটতেই হাফিজের 'ছায়াসঙ্গী' মুফতি কায়সর ফারুকের প্রকাশ্যে খুনের ঘটনায় রীতিমত উত্তপ্ত করাচি।
গতমাসে করাচির একটি পার্কে সান্ধ্যা ভ্রমণে যান অন্যতম লস্কর জঙ্গি মৌলানা জিয়াউর রহমান। এরপরই তাঁর ওপর গুলি চালিয়ে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। মৌলানা জিয়াউর রহমানের খুনের ছকেই মূলত খুন করা হয় মুফতিকে। এমনটাই সূত্রের খবর। ইভিএম নিউজ