পড়ুয়া

ব্যুরো নিউজ, ২ অক্টোবর: ৮ দিন নিখোঁজ থাকার পর পড়ুয়ার দেহ উদ্ধার

আটদিন নিখোঁজ থাকার পর নদিয়ার কাঞ্চন তলা এলাকায় ভাগীরথী নদীতে ভেসে উঠল কলেজ ছাত্রের দেহ। এদিন রবিবার মৃতদেহ চিহ্নিত করণ করে কলেজ পড়ুয়ার পরিবার। ঘটনায় ছেলের বন্ধুদের ষড়যন্ত্রের জেরে মৃত্যু বলে অভিযোগ পড়ুয়ার মায়ের।

মোদীর ডাকে ‘ঝাড়ু ঝড়’

খড়গপুরের নিউটাউন থানার খরিদা বিধানপল্লীর বাসিন্দা রোহিত শর্মা কলেজ ছাত্র। জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাতে বাড়ি থেকে ২ বন্ধুর সঙ্গে ঘুরতে বেরোয় পড়ুয়া। এরপরই ২৩শে সেপ্টেম্বর তারা নবদ্বীপের মায়াপুরে আসে। সেখানেই ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় রোহিত। রোহিতের মায়ের অভিযোগ, ওই দিন তার সঙ্গে থাকা দুজন বন্ধু জোরপূর্বক রোহিতকে জলে নামিয়েছিল। আর তার ছেলে ডুবে যাওয়ার পিছনে তাদেরই হাত রয়েছে।

নাদনঘাট থানায় এসে মৃতদেহ চিহ্নিতকরণ করার পর এমনই দাবি রোহিতের মায়ের। রবিবার সকালে সমুদ্রগড়ের কাঞ্চন তলা এলাকায় ভাগীরথী নদীর ঘাটে ওই ছাত্রের মৃতদেহ দেখতে পায় স্থানীয় এলাকার মাঝিরা। এরপরে স্থানীয় নাদনঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর