দিল্লি

ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর: অভিষেকের দিল্লি যাওয়ার আগে বাতিল ট্রেন

আগামী সোম ও মঙ্গলবার দিল্লিতে ধর্না অবস্থানে বসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির ধর্নায় যাওয়ার আগের দিন ট্রেন বাতিল হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই বিষয় নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করেছে। ভারতীয় রেল স্বরযন্ত্র করেছে”।

দাদা-দিদির স্পেন সফর নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রেলের ইমেল দেখিয়ে বলেন, "টাকা জমা নিয়ে শেষ মুহূর্তে ট্রেন বাতিল করেছে রেল। তবে তৃণমূলকে এ ভাবে রুখে দেওয়া যাবে না। ট্রেন বাতিল করে আমাদের আটকানো যাবে না। আমরা বিকল্প ব্যবস্থা করে নেব। বাংলার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর দিল্লিতে পৌঁছবেই"।

বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে দিল্লিতে ধর্না অবস্থানে যে সমস্ত ১০০ দিনের কার্ড হোল্ডার শ্রমিকরা যোগ দেবেন, তাদের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর