এক দেশ এক নির্বাচন

ব্যুরো নিউজ, ২৮ সেপ্টেম্বর: এক দেশ এক নির্বাচন | কাজ শুরু করল কমিশন

(One Nation One Election) ‘এক দেশ এক নির্বাচন’। এবার এই বিষয়টির ওপর কাজ শুরু করল আইন কমিশন (Indian Law Commission)। এক দেশ এক নির্বাচতন কার্যকরের বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে বুধবার বৈঠকেও বসে কমিশন।

ভারত-কানাডা সংঘর্ষ | প্রভাব কি ভারতের হেঁসেলে?

সূত্রের খবর, এক দেশ এক নির্বাচন কার্যকর করতে বেশ কিছু সাংবিধানিক সংশোধন প্রয়োজন রয়েছে বলে মনে করছে আইন কমিশন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন সেই কমিটির নির্দেশই রিপোর্ট তৈরি করছে আইন কমিশন।

এক দেশ এক নির্বাচন বিষয়ে রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে কমিশন। তবে সম্পূর্ণ রিপোর্ট তৈরি করতে এখনও কিছুটা সময়ের প্রয়োজন বলে কমিশন সূত্রে খবর। ২০২৪ থেকে ২০২৯ সালের মধ্যে দেশের বিভিন্ন স্তরের নির্বাচন কীভাবে এক সঙ্গে করা যায়, সেই কাজ খতিয়ে দেখা হচ্ছে। এরই পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনা করছে আইন কমিশন। যৌন সম্পর্ক স্থাপনের বয়স কমানোর বিষয়ে আলোচনা চালাচ্ছে কমিশন। সেই বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করার কথা ভাবা হচ্ছে। ইভিএম নিউজ

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর