ব্যুরো নিউজ, ২৮ সেপ্টেম্বর: G-20 সম্বেলনে নেশাগ্রস্থ জাস্টি ট্রুডো?
চলতি মাসের শুরুতেই ভারতে চলে বিশ্বের শীর্ষ সম্বেলন G-20। সেখানে অন্যান্য দেশগুলির মতো হাজির ছিল কানাডাও। কানাডার হয়ে প্রতিনিধিত্ব করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তাঁর বিরুদ্ধেই অভিযোগ ওঠে তিনি সম্বেলন চলাকালীন নেশাগ্রস্থ ছিলেন। অভিযোগ ওঠে, বিমানে মাদক নিয়েই দিল্লিতে আসেন তিনি। নয়াদিল্লিতে জাস্টিন ট্রুডোর বিমান থেকে কোকেনের গন্ধ পায় ভারতীয় স্নিফার ডগ। কোকেনের নেশায় বুঁদ থাকায় ২ দিন ধরে হোটেলে নিজের ঘরের বাইরে বেরননি ট্রুডো। এমনকি রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশ ভোজে পর্যন্ত যোগ দেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
বিশ্বমঞ্চে ভারতকে তুলে ধরলেন জয়শঙ্কর
সেই সংবাদ মাধ্যমে ভারতীয় এক কূটনীতিবিদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। তিনি বলেন, ট্রুডোকে বিমান বন্দরে দেখেও স্বাভাবিক লাগেনি। এমনকি তাঁর আচরণ ‘শিশুসুলভ’। ফলে কোনও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ধারণা রাখেন না ট্রুডো। এমনটাই দাবি করেন ভারতীয় সেই কূটনীতিবিদ।
তবে এই অভিযোগ অস্বীকার করে কানাডার প্রধানমন্ত্রী কার্যালয়। জানান হয় মিথ্যা তথ্য পেশ করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে ভারত। সম্প্রতি, খালিস্থান নেতা হরদীপ সিং নিজ্জর হত্যা কাণ্ডের প্রভাব পড়েছে ভারত-কানাডা সম্পর্কে। ইভিএম নিউজ