ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর: নাবালিকার বিয়ের রুখল পুলিশ। বিয়ের পিঁড়ি থেকে গ্রেফতার বর।


বিয়ের প্যান্ডেল তৈরি, আত্মীয়-স্বজন চলে আসতে শুরু করেছে, বিয়েবাড়ি চলছে হইচই। এমন সময়ই সূত্র মারফত খবর পাওয়ার পর বিয়ের মন্ডপে হানা দেয় পুলিশ। পুলিশি তৎপরতায় ভেস্তে যায় নাবালিকার বিয়ে। বিয়ের পিঁড়ি থেকে গ্রেফতার করা হয় বরকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত বাগচী গোবিন্দপুর এলাকায়।

অবাককাণ্ড! নাম শুনলেই ভেঙে যাচ্ছে বিয়ে! অবশেষে ‘কাওড়া’ থেকে ‘শরৎ’

স্থানীয় সূত্রে খবর, মুজাহিদ শেখ কুলতলি থানার দেউলবাড়ী গ্রামের নাবালিকা রেশমা খানকে প্রেমের জালে ফাসিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। তারপর ওই যুবকের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ অভিযুক্ত যুবকের বাড়িতে হানা দেয়, ঘটনায় অভিযুক্ত মুজাহিদ শেখকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের সঙ্গে কুলতলির দেউলবাড়ী গ্রামের ওই নাবালিকার অনেকদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার সুত্রে জানা যায়, রেশমার সঙ্গে মুজাহিদের বিয়ে দিতে রাজি ছিলেননা তার পরিবার। এরপর রেশমাকে প্রেমের জালে ফাসিয়ে মুজাহিদ জয়নগরে নিয়ে আসে। নাবালিকার পরিবার কুলতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। জয়নগরের বাগচি গোবিন্দপুর এলাকায় একটি বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছে বলে খবর পায় জয়নগর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে উদ্ধার করে পাশাপাশি অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর