ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর: নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা | ঘরছাড়া কয়েকশো মানুষ 

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। সোমবার সকালে সুকদেবপুর অঞ্চলের হোসেনপুরে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়। ফলে চৌধুরীপাড়া, গোয়ালপাড়া, উত্তরপাড়া পশ্চিমপাড়া, শালবাড়ি, পারগাও, নারায়ণপুর-সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। ঘরছাড়া হয়ে পড়ে কয়েকশো গ্রামবাসী।

দঃ দিনাজপুরে ভারী বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা

বর্তমানে রাস্তার ধারে আশ্রয় নিয়েছে ঘর ছাড়া সেই সকল মানুষরা। এদিকে বাঁধ ভাঙ্গার পেছনে প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে এলাকার বিক্ষুব্ধ মানুষ। তাদের অভিযোগ, সঠিক সময়ে বাদ মেরামতি না হওয়ার কারণে ও দুর্নীতির কারণেই হোসেনপুর এলাকায় বাঁধ ভেঙে গিয়েছে।

প্রসঙ্গত, গত দু’দিনের লাগাতার বৃষ্টির জেরে ফুলে-ফেপে উঠেছে পুনর্ভবা নদী। বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে বইছে পুনর্ভবা নদীর জল। এরই মাঝে সোমবার সকালে সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরে পুনর্ভবা নদীর বাঁধ ভাঙ্গে যায়। প্লাবিত হয় সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ব্লকের বিডিও-সহ গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে বাঁধ ভাঙ্গার পেছনে প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির অভিযোগ তুলে স্বরব হয়েছে এলাকার মানুষ। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর