গরু

ব্যুরো নিউজ, ১৯ সেপ্টেম্বর: তৃণমূলকে ‘গরুর গাড়ির হেডলাইট’ কটাক্ষ। গনেশ পুজোর অনুষ্ঠানে তৃণমূলকে কী বললেন শুভেন্দু?

লেকটাউন দক্ষিণদাড়িতে গনেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন পুজোর অনুষ্ঠানের পাশাপাশি একাধিক রাজনৈতিক বিষয়েও মন্তব্য করেন তিনি।

সৌরভকে ‘শিল্প’ কটাক্ষ শুভেন্দুর

সিবিআই ও মানিক ভট্টাচার্যের মধ্যে বোঝাপড়া রয়েছে। তিনি সুপ্রিম কোর্টে গেলে জামিন পেয়ে যাবেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “বিচারপতির মন্তব্য নিয়ে আমি কোনও কথা বলবো না। আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টের অবজারভেশন নিয়ে কোনওরকম মন্তব্য করিনা। জাজমেন্ট নিয়ে জিজ্ঞেস করবেন আমি বলব। আজ সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে কুন্তল মানিকের সঙ্গে তৃণমূলের একাধিক মন্ত্রী, বিধায়ক ও নেতাদের নাম সামনে চলে এসেছে আশা করব তদন্তকারী সংস্থাকে বিচারপতি বাধ্য করবে এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মানিক কুন্তলের বস কে সেটা খুঁজে বের করতে”।

প্রশ্নের মুখে ক্রেতা সুরক্ষা মন্ত্রী

রণে বনে জলে জঙ্গলে শুভেন্দু অধিকারী!
দেশের নামবদলে তৃণমূলের দুই নামেই পূর্ণ সমর্থন এই প্রসঙ্গে বলেন, লোকসভায় তৃণমূল কংগ্রেসকে খুঁজতে গেলে মাইক্রোস্কোপ লাগে আমাদের ৪০০ ওপরে ওরা ১৮টা না ২০টা। ওরা কি বললো তাতে বয়েই গেছে ‘গরুর গাড়ির হেডলাইট’। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর